সোনার বাংলা সার্কাসের ‘মহাশ্মশান’
নতুন ডাবল অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। 'মহাশ্মশান' নামের এই কনসেপ্ট অ্যালবামে মোট ১৭টি গান রয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানিয়েছে, অ্যালবামটি দুই ভাগে প্রকাশ করা হয়েছে—'মহাশ্মশান ১' ও 'মহাশ্মশান ২'। প্রথম অংশে আছে নয়টি গান, দ্বিতীয় অংশে আটটি।
বৃহস্পতিবার সকাল থেকে স্পটিফাইতে অ্যালবাম দুটির গান শোনা গেলেও রাত ৮টায় অ্যালবামটি ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
একই সময় থেকে আন্তর্জাতিক সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানগুলো শোনা যাবে।
অ্যালবামের গল্প ও ভাবনা নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের অ্যালবামের একটি চরিত্রের ধারাবাহিকতায় 'মহাশ্মশান'-এর কাহিনি এগিয়েছে।
তার ভাষায়, 'প্রথম অ্যালবামে আমাদের চরিত্রটি "এপিটাফ" গানের মাধ্যমে মারা গিয়েছিল। "মহাশ্মশান" সেই চরিত্রের পুনরুত্থানের গল্প। এবার তার নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, তবে ভবিষ্যতে আবার তার পুনর্জন্ম হতে পারে।'
তিনি আরও বলেন, 'দ্রোহ এবার মানুষের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে। মানুষের প্রতি প্রতিশোধের গল্পই এই অ্যালবাম। পুরো গল্পটি বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।'
২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাসের প্রথম অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস' প্রকাশিত হয় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। 'এপিটাফ', 'অন্ধ দেয়াল', 'মৃত্যু উৎপাদন কারখানা'র মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায় ব্যান্ডটি।
এ পর্যন্ত দেশ-বিদেশে দুই শতাধিক কনসার্টে পারফর্ম করেছে সোনার বাংলা সার্কাস। পাশাপাশি ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় শহরে নিজেদের আয়োজনে 'হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স' নামে একক কনসার্ট করেছে তারা।
ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই মাস পর 'মহাশ্মশান' অ্যালবামকে ঘিরে সলো কনসার্ট সিরিজ 'মহাশ্মশান যাত্রা' শুরু হবে। ওই কনসার্টেই প্রথমবারের মতো অ্যালবামের সব গান লাইভ পরিবেশন করবে ব্যান্ডটি।
বর্তমানে সোনার বাংলা সার্কাসের লাইনআপে রয়েছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী।