আমার বিশ্বাস মেসির শেষ ইচ্ছা পূরণ হবে: পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2022, 11:43 AM
UPDATED 18 December 2022, 17:47 PM

আজ রোববার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনা ও ফ্রান্স। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির পছন্দের দল আর্জেন্টিনা।

পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ম্যারাডোনার জন্যই আমি আর্জেন্টিনার ভক্ত। তবে মেসিকে আমার ম্যাজিশিয়ান মনে হয়। আমি এবার চাই কাপটা মেসির হাতে উঠুক। ক্লাব ফুটবলের ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ অনেক কিছু। তার নামের পাশে এবার একটি বিশ্বকাপ যুক্ত হোক। আমার বিশ্বাস আজকে এটাও পূরণ হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'মেসির পায়ে বল দেখলে আলাদা একটা ভালো লাগা ছড়িয়ে থাকে। খেলোয়াড় হয়েও মাঠে ও মাঠের বাইরে তার বিনয় আমাকে মুগ্ধ করে। আজ একটু টেনশন হচ্ছে এটা ঠিক, তবে ঠিক মেসির হাতেই বিশ্বকাপ উঠবে। শেষ হাসিটা সেই হাসবে।'