‘ইরানের পরমাণু কর্মসূচি আরও জোরেশোরে শুরু হবে’

By স্টার অনলাইন ডেস্ক
2 November 2025, 10:38 AM
UPDATED 2 November 2025, 16:48 PM

গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণুকেন্দ্রগুলোয় গবেষণাকাজ আরও জোরেশোরে শুরু করা হবে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তবে তার দেশ পরমাণু বোমা তৈরি করবে না বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, 'ভবন ও কারখানা ধ্বংস করে আমাদের আটকানো যাবে না। আমরা পূর্ণ শক্তি দিয়ে সেগুলো আবার তৈরি করবো।'

ইরানের পরমাণু শক্তি সংস্থা পরিদর্শনের পর পেজেশকিয়ান এমন মন্তব্য করেন। সেসময় তিনি দেশটির পরমাণু কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

গত জুনে ইরানের পরমাণু কেন্দ্রগুলোয় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তেহরান আবারও পরমাণু কর্মসূচি চালু করলে তিনি নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের পরমাণু কর্মসূচির বরাত দিয়ে পেজেশকিয়ান আরও বলেন, 'জনগণের কল্যাণে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। স্বাস্থ্যসেবা ও রোগ নিরাময়ে পরমাণুবিজ্ঞান ব্যবহার করা হবে।'

গত জুনে ইরানের পরমাণু কেন্দ্রগুলোয় হামলার সময় যুক্তরাষ্ট্র বলেছিল যে সেগুলোয় পরমাণু বোমা তৈরির চেষ্টা করা হচ্ছিল। কিন্তু, তেহরান সব সময় বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বেসরকারি কাজের জন্য।