ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

By নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ
2 January 2025, 19:51 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

উপজেলার নিমতলী এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কাভার্ড ভ্যানের পেছনে মাওয়ামুখী একটি মিনিবাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'নিহত একজনের পরিচয় জানা গেছে। তার নাম রায়হান।'

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, মিনিবাসটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে, বাসটির ছাদ উড়ে গেছে। বাসটি দুমড়ে মুচড়ে গেছে। কাভার্ড ভ্যানটি আমরা জব্দ করেছি। তবে, চালক পালিয়ে গেছেন।'

গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হন।