মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের গুলি, নিহত ১

By স্টার অনলাইন রিপোর্ট
16 October 2024, 20:19 PM
UPDATED 17 October 2024, 11:55 AM

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে শানেমাজ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানায় ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিষয়টি জানার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের টিম পাঠানো হয়েছে।'

সূত্র জানিয়েছে, মাদক চোরাকারবারিদের দুপক্ষের গুলি চলাকালে শানেমাজ আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।