জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, ৩৫ ককটেল উদ্ধার

By স্টার অনলাইন রিপোর্ট
14 November 2025, 14:21 PM

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অন্তত ৩৫টি ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় ক্যাম্পে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ক্যাম্পে ককটেল তৈরি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। উদ্ধার হওয়া ককটেলগুলো পরে নিষ্ক্রিয় করা হবে।

সন্ধ্যা ৭টার দিকে এই অভিযান চলছিল বলে তখন জানান তিনি।