মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

By স্টার অনলাইন রিপোর্ট
26 October 2024, 15:27 PM
UPDATED 27 October 2024, 00:24 AM

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম সাজ্জেন ওরফে রহমত।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার জেনেভা ক্যাম্পের ভেতরে সংঘর্ষ হয়। গুরুতর আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

সাজ্জেনের বাবা শমসের আলী জানান, তারা ক্যাম্পের পাঁচ নম্বর সেক্টরের বাসিন্দা।

'বিকেলে ক্যাম্পের ভেতরে দুই পক্ষ—চুয়া সেলিম ও বুনিয়া সোহেলের সংঘর্ষ চলছিল। সেই সময় সাজ্জেন বাসা থেকে পানির পাম্পে গিয়েছিল খাবার পানি আনতে। ফেরার সময় আট নম্বর সেক্টরে তার শরীরে গুলি লাগে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়,' বলেন শমসের।

তিনি আরও জানান, বেশ কিছু দিন ধরে চুয়া সেলিম ও বুনিয়া সোহেলের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর কারণ মাদক চোরাকারবারি ও আধিপত্য বিস্তার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'ওই কিশোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।'

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় একজন নারীসহ কয়েকজন আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে এবং বাকিদের ছেড়ে দেওয়া হবে।'