গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

By গোপালগঞ্জ প্রতিনিধি
17 November 2025, 08:29 AM

গোপালগঞ্জের কাশিয়ানীতে শাটডাউন কর্মসূচি সমর্থনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে বিক্ষোভ করে তারা।

স্থানীয়রা জানায়, কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সড়কের পাশে থাকা গাছের গুঁড়ি ফেলে প্রায় ২০ মিনিট ধরে অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিক্ষোভকারীরা অবরোধের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা দ্রুত সরে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।