ঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন বাকড়ি গ্রামের চিন্টু শেখ (৪৫) ও ইয়াহিয়া (৪১), নরহরিদ্রা গ্রামের রিয়াজুল ইসলাম (৪৫) ও মো. রোকনুজ্জামান। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় উত্তেজনা শুরু হয়। এর জের ধরে শনিবার সকালে শাহিন ও তার লোকজন রফিকুলের বাড়িতে হামলা চালায়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।