শৈলকুপা থানার ২০০ গজ দূরে স্বর্ণের দোকানে ডাকাতি

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ
8 December 2025, 12:52 PM

ঝিনাইদহের শৈলকুপা ‍উপজেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ সোমবার ভোরে শৈলকুপা থানার ২০০ গজ দূরে 'নিউ ভাই ভাই জুয়েলার্স' দোকানে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ।

দোকানের মালিক উজ্জ্বল সরকার বলেন, আজ ভোর ৪টার দিকে একটি কালো মাইক্রোবাসে চার–পাঁচজন এসে দোকানের সামনে নামেন। তারা দোকানের তালা কাটতে শুরু করেন। সেসময় প্রহরী আব্দুর রশিদ বাধা দিলে তাকে ধরে মাইক্রোবাসে আটকে রাখা হয়। এরপর তারা তালা ভেঙে আলমারি ও শোকেস থেকে ১৫ ভরি স্বর্ণ ও ৭০–৮০ ভরি রুপা লুট করে। লুট হওয়া স্বর্ণ ও রুপার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা।

তিনি আরও বলেন, থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে থাকা দোকানে এভাবে ডাকাতি হবে, কখনো ভাবিনি।

শৈলকুপা উপজেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শিশির কুমার বিশ্বাস বলেন, দোকানটি থানার খুব কাছেই। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, কীভাবে তারা কাজটি করেছে। তাদের প্রস্তুতি দেখে আমরাও আতঙ্কিত। 

ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

সমিতির সাধারণ সম্পাদক শাস্তি কর্মকার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা না পেলে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে।

শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ বলেন, দোকানটি থানার প্রায় ২০০ গজ দূরে। সকাল ৭টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। প্রহরী জানান, তাকে জোর করে মাইক্রোবাসে তুলে আটকে রাখা হয়। এরপর দোকানে ঢুকে স্বর্ণ ও রূপা লুট করে এবং পরে তাকে রাস্তায় নামিয়ে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজাল ডেইলি স্টারকে বলেন, ভোরে আমরা তথ্য পাই। বদলি আদেশের কারণে শৈলকুপা থানার ওসি গতকালই দায়িত্ব হস্তান্তর করেছেন। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে।