মোটরসাইকেলে ময়লাবাহী গাড়ির ধাক্কা, ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আইইউবির শেষ বর্ষের শিক্ষার্থী ইরাম রিদওয়ান (২৬) ও ইউআইইউর তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তপু (২৫)।
দুর্ঘটনার বন্ধুরা তাদের দুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ভোর ৫টার দিকে চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন। আধা ঘণ্টা পরই ইরাম মারা যান।
ডেমরা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. রুবেল হাওলাদার জানান, ভোরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং ময়লাবাহী গাড়িটি আটক করেন। তবে চালক পালিয়েছেন।
ময়লাবাহী গাড়ি ও মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
নিহতদের বন্ধু তৌসিফ জানান, তারা সানারপাড়ে থাকেন। ১০-১২ জন বন্ধু মিলে মাতুয়াইলে এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেলে ফিরছিলেন।
ইরাম ও তপু কোনাপাড়ায় পৌঁছালে ময়লাবাহী একটি গাড়ি বিপরীত দিক থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।