বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টে ভূমিকম্পের আতঙ্ক
আয়ারল্যান্ডের ইনিংসের ৫৬তম ওভারের খেলা চলছিল তখন। ওভারের তৃতীয় বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। হঠাৎ কেঁপে উঠল গোটা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। হতবিহ্বল হয়ে পড়া সবাই কয়েক মুহূর্তের মধ্যে টের পেলেন ভূমিকম্প হচ্ছে!
বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলা। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প চলাকালীন ভয়ঙ্কর ঝাঁকুনিতে পুরো মাঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খেলা বন্ধ থাকে তিন মিনিট। দুই দলের ক্রিকেটাররা মাঠের একপাশে জড়ো হন। ড্রেসিং রুম থেকেও বেরিয়ে আসেন কয়েকজন। গ্যালারিতে থাকা দর্শকরা তাড়াহুড়ো করে নিচে নামতে শুরু করেন। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও জানান আতঙ্কিত হয়ে পড়ার কথা।
স্টেডিয়ামের পাঁচ তলায় অবস্থিত প্রেসবক্সেও ছড়িয়ে পড়ে ভয়। শুরু হয়ে যায় ছোটাছুটি। পুরো স্থাপনা কেঁপে ওঠে ঝনঝন শব্দে। গণমাধ্যমকর্মীরা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে বাইরে বের হতে থাকেন। প্রেসবক্সের পাশে থাকা ধারাভাষ্যকক্ষ থেকে বেরিয়ে নিচে দাঁড়ান ধারাভাষ্যকার আতাহার আলী খান ও এড রেইনসফোর্ড।
খেলা বন্ধ হওয়ার আগে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে রান বাড়াচ্ছিলেন লরকান টাকার ও স্টিফেন ডোহেনি। ফের চালু হওয়ার কিছুক্ষণ পর জুটি ভেঙে জোড়া আঘাত করেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ৫৯তম ওভারে তিন বলের মধ্যে ফেরান ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রাইনকে।