লিটন-ইমনের ঝড়, সাইফউদ্দিনের ক্যামিও: বাংলাদেশের রেকর্ডগড়া জয়
পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস ঝড় তুলে ইনিংস বড় করলেন। তাদের গড়ে দেওয়া শক্ত ভিতের পরও দ্রুত ৪ উইকেট হারানোয় শেষদিকে তৈরি হলো শঙ্কা। তা দূর করে দারুণ ক্যামিও খেলে বাংলাদেশকে বন্দরে পৌঁছে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে সর্বোচ্চ লক্ষ্য তাড়ার রেকর্ড গড়ে সিরিজে ফিরল টাইগাররা।
শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা টেনেছে তারা। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে আইরিশরা। জবাবে ২ বল বাকি থাকতে ৬ উইকেট খুইয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
এই সংস্করণে দেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য তাড়ার আগের কীর্তি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। গত বছর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের ৫ উইকেটে ১৬৫ রানের জবাবে ১১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছিল তারা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬তম ফিফটির স্বাদ নিয়ে লিটন করেন ৫৭ রান। তিনে নেমে ৩৭ বল মোকাবিলায় তিনি মারেন তিনটি করে চার ও ছক্কা। তিনি অবশ্য একবার ক্যাচ তুলেও জীবন পান ব্যক্তিগত ২৭ রানে। জশ লিটলের বল ডিপ মিডউইকেটে দিয়ে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন লিটন। সেখানে ফিল্ডিংরত গ্যারেথ ডেলানি দারুণভাবে বল মুঠোয় জমালেও তার রুমাল স্পর্শ করে ফেলে সীমানারেখা! আউট হওয়ার বদলে বেঁচে গিয়ে উল্টো ছক্কা পেয়ে যান ডানহাতি ব্যাটার।
ওপেনার ইমনের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৩ রান। তিনি হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। সাতে নামা সাইফউদ্দিনের ব্যাট শেষদিকে হয়ে ওঠে উত্তাল। ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন তিনি। ৭ বলে দুটি চার ও একটি ছক্কায় অপরাজিত থাকেন ১৭ রানে। এছাড়া, সাইফ হাসান চারে নেমে একটি করে চার ও ছক্কার সাহায্যে করেন ১৭ বলে ২২ রান।
ইমনের ব্যাটে রান তাড়ায় উড়ন্ত শুরুর পর তৃতীয় ওভারে অযথা রানআউট হয়ে যান আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ইমনের সঙ্গে ৪৩ বলে ৬০ ও তৃতীয় উইকেটে সাইফের সঙ্গে ৩১ বলে ৫২ রান যোগ করেন লিটন। রিভার্স সুইপের চেষ্টায় ডেলানির শিকার হন ইমন। লিটনকে এলবিডব্লিউ করেন মার্ক অ্যাডায়ার।
এরপর ঘটে ছন্দপতন। মাত্র ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। লিটন ও সাইফের বিদায়ের পর দ্রুত সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। তবে আয়ারল্যান্ড যে আশা তৈরি করেছিল শেখ মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে তা ভেস্তে দেন সাইফউদ্দিন। সফরকারীদের হয়ে দুটি করে উইকেট নেন ডেলানি ও অ্যাডায়ার।
এর আগে আগ্রাসী শুরু পাওয়া আয়ারল্যান্ডের লাগাম বাংলাদেশ টেনে ধরে শেখ মেহেদীর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে। একাদশে ফেরা অফ স্পিনার ২৫ রানে পান ৩ উইকেট। তাই আইরিশদের দুইশ রানের পুঁজি পাওয়ার সম্ভাবনা বিলীন হয়ে লক্ষ্য থাকে টাইগারদের নাগালের মধ্যে। আয়ারল্যান্ডের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৪১ রান আসে লরকান টাকারের ব্যাট থেকে। এছাড়া, টিম টেক্টর ২৫ বলে ৩৮ ও অধিনায়ক পল স্টার্লিং করেন ১৪ বলে ২৯ রান।
আগামী মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে দুই দল।
