বন্ডাই সৈকতে বন্দুক হামলা: অ্যাশেজেও শোকের ছায়া

By স্পোর্টস ডেস্ক
16 December 2025, 08:10 AM

সিডনির বন্ডাই সৈকতে গত রোববার বন্দুকধারীদের গুলিতে হতাহতদের স্মরণ করা ও শ্রদ্ধা জানানো হবে ক্রিকেট মাঠেও। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড বা বাহুবন্ধনী পরবেন। থাকবে আরও নানা আনুষ্ঠানিকতা।

ইহুদিদের উৎসব হানুক্কার প্রথম রাত অস্ট্রেলিয়ার সিডনির শহরের পূর্বাঞ্চলে বন্ডাই সৈকতে উদযাপন করতে জড়ো হয়েছিলেন প্রায় হাজারখানেক মানুষ। সেখানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

আগামীকাল বুধবার অ্যাডিলেড ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। দুই দলের জাতীয় সঙ্গীত বাজানোর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। উভয় দেশের জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার লোকসঙ্গীত শিল্পী জন উইলিয়ামসন তার বিখ্যাত গান 'ট্রু ব্লু' পরিবেশন করবেন।

বন্ডাই সৈকতের কাছাকাছি এলাকার বাসিন্দা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। হামলার খবর শুনে ভীতসন্ত্রস্ত হয়ে পড়া তারকা পেসার বলেন, 'অন্যান্য বেশিরভাগ অস্ট্রেলিয়ান ও সারা বিশ্বের মানুষের মতোই আমিও দেখে আতঙ্কিত হয়েছি। মাত্রই তখন বাচ্চাদের বিছানায় শুইয়ে দিয়েছিলাম। খবরটি আসার সঙ্গে সঙ্গেই টিভি চালু করি। আমি ও আমার স্ত্রী অবিশ্বাস নিয়ে দৃশ্যটি দেখছিলাম।'

তিনি যোগ করেন, 'জায়গাটা আমাদের বাসস্থানের কাছাকাছি এবং আমরা প্রায়ই বাচ্চাদের সেখানে নিয়ে যাই। এটা আমাদের গভীরভাবে আঘাত করেছে। আমি বন্ডাই এলাকার মানুষের, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের প্রতি সত্যিই সমব্যথী। গত কয়েক দিনের দৃশ্যগুলো সত্যিই বেদনাদায়ক ছিল। আমরা পুরো টেস্ট জুড়েই বাহুবন্ধনী পরে থাকব এবং ক্ষতিগ্রস্তদের স্মরণ করব।'

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও সমবেদনা জানিয়ে বলেন, 'কয়েক দিন আগে যা ঘটল, তা দেখাটা ছিল ভয়ঙ্কর। আমরা সবাই টিম রুমে বসেছিলাম এবং তখন যা ঘটছিল তা টিভির খবরে আসে। দেখে রুমের সবাই একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল।'

তিনি আরও বলেন, 'এটা অস্ট্রেলিয়া, সিডনি ও গোটা বিশ্বের জন্য অবিশ্বাস্য রকমের দুঃখজনক। এমন ঘটনা ঘটতে দেখলে জীবনের অনেক কিছুই নতুন দৃষ্টি নিয়ে দেখতে শিখতে হয়। যারা ভুক্তভোগী, তাদের সবার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। এসব ঘটতে দেখা খুবই ভয়ানক।'