মেসি নয়, ফের নিজেকেই সেরা বললেন রোনালদো

By স্পোর্টস ডেস্ক
4 November 2025, 07:52 AM

কাতার বিশ্বকাপ জয়ের পর নিজেকে অনন্য উচ্চতায় তুলে ফেলেছেন লিওনেল মেসি। 'গোট' (সর্বকালের সেরা) বিতর্কও থেমে গিয়েছিল অনেকটাই। তবে সেই বিতর্ক আবারো নতুন করে চালু করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজেকে আরও একবার সেরা বলে দাবি করেছেন আল-নাসর তারকা।

ইংরেজ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে আজ, ৪ নভেম্বর প্রচারিত হতে যাওয়া সাক্ষাৎকারে ফের মেসি-রোনালদো তুলনার প্রসঙ্গ উঠতেই নিজের শ্রেষ্ঠত্বের দাবিতে দৃঢ় কণ্ঠে কথা বলেছেন পর্তুগিজ তারকা।

যখন মরগান প্রশ্ন করেন, 'অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?', সঙ্গে সঙ্গেই রোনালদো বলেন, 'মেসি আমার চেয়ে ভালো? আমি এই মতের সঙ্গে একমত নই। আমি এখন বিনয়ী হতে চাই না।'

এই সাক্ষাৎকারের টিজার ক্লিপে দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও কথা বলেছেন রোনালদো। রুনি একসময় বলেছিলেন, মেসিই নাকি শ্রেষ্ঠ। তবে রোনালদো বিষয়টিকে পাত্তা না দিয়ে বলেন, 'এই ধরনের মতামত আমাকে বিরক্ত করে না। আমি আমার পারফরম্যান্সেই মন দিই।'

রোনালদো মজার ছলেই আরও বলেন, 'অনেকে বলে আমি সম্প্রতি বিলিয়নিয়ার হয়েছি। সত্যিটা হলো, আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি!'

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলের দুই মহাতারকার এই প্রতিদ্বন্দ্বিতা ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে। রোনালদো-মরগান জুটির আগের সাক্ষাৎকারটিও ছিল বেশ নাটকীয়; সেটির ফলেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভাঙে রোনালদোর, যা শেষ পর্যন্ত তাঁকে নিয়ে যায় সৌদি প্রো লিগের আল-নাসরে।

সেই একই বছর কাতার বিশ্বকাপে ভিন্ন গল্প লেখেন মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেন তিনি, আর রোনালদো কাঁদতে কাঁদতে বিদায় নেন কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে।

মরগান বরাবরই রোনালদোর পক্ষের মানুষ। ব্রিটিশ দৈনিক দ্য সানে এক নিবন্ধে তিনি লিখেছিলেন, 'মেসি নিঃসন্দেহে প্রতিভাবান, কিন্তু আমার ধারণা তিনি একরকম "ফ্ল্যাট-ট্র্যাক বুললি"।' রোনালদো যখন সৌদি আরবে যোগ দেন, তখনও মরগান বলেন, 'সে নতুন অঞ্চলে ফুটবলের মান বাড়াচ্ছে, যেমনটা সে সবসময়ই করেছে, নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ জানিয়ে।'