কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পর্তুগাল চ্যাম্পিয়ন হওয়ায় রোনালদোর অভিনন্দন

By স্পোর্টস ডেস্ক
28 November 2025, 12:01 PM

২০২২ সালে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল পর্তুগাল জাতীয় ফুটবল দল। তারকায় ঠাসা স্কোয়াড হওয়া সত্ত্বেও তাদের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছিল কান্নাভেজা চোখে। সেই কাতারের মাটিতেই এবার অনন্য সাফল্য পেয়ে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দল ভাসল বাঁধভাঙা আনন্দের জোয়ারে।

বৃহস্পতিবার রাতে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এতে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অভূতপূর্ব স্বাদ পেয়েছে তারা। ম্যাচের ৩২তম মিনিটে বেনফিকার ফরোয়ার্ড আনিসিও কাবরালের লক্ষ্যভেদই ব্যবধান গড়ে দেয়।

১৯৮৯ ও ১৯৯১ সালে টানা দুবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল পর্তুগাল। এরপর থেকে ফুটবলের একটি বৈশ্বিক আসরের সর্বোচ্চ চূড়ায় আরোহণের মুহূর্তের জন্য অপেক্ষা করছিল দলটি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো ৩৪ বছর পর।

পর্তুগালের কিংবদন্তি ও আল নাসর ফরোয়ার্ড রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিনন্দন জানিয়েছেন অনূর্ধ্ব-১৭ দলকে। নিজের অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'জায়ান্টস! অভিনন্দন, বিশ্ব চ্যাম্পিয়ন!'

সদ্যসমাপ্ত আসরে নতুন চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়া অবধারিতই ছিল। কারণ, পর্তুগালের মতো অস্ট্রিয়াও প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। পর্তুগালকে শিরোপা জেতানো কাবরাল গোল করেছেন সাতটি। যদিও সেরা গোলদাতার পুরস্কার জিততে পারেননি তিনি। গোল্ডেন বুট জিতেছেন আটটি গোল করা অস্ট্রিয়ার ইয়োহানেস মোজার।

গোল্ডেন গ্লাভস জিতেছেন পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া। আটটি ম্যাচের মধ্যে ফাইনালসহ পাঁচটিতেই জাল অক্ষত রেখে তিনি বলেছেন, 'এটি একটি স্বপ্নের বছর। ফাইনালের আগে আমি একটি বার্তা পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল, এটি আমার জীবনের অন্যতম আনন্দের দিন হবে। আর মনে হয় না দিবাস্বপ্নেও আমরা কখনও ভেবেছিলাম যে, আমরা বিশ্বকাপ জিতব।'

১৯৮৯ সালের আসরের সেমিফাইনালে পৌঁছানো (তখন এটি ফিফা অনূর্ধ্ব-১৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল) পর্তুগাল দলের সদস্য বিনো এবার ছিলেন কোচের ভূমিকায়। সর্বোচ্চ সাফল্য অনুভব করার জন্য তাকে তিন দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

চ্যাম্পিয়ন হওয়ার পর বিনো বলেছেন, 'এরকম কিছু আবার ঘটতে অনেক বছর লেগে যাবে, কারণ এটি সহজ নয়। এতগুলো ম্যাচ, এতগুলো দলের সঙ্গে। এটি এই প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং সেকারণেই আমি তাদের কোচ হতে পেরে ভীষণ গর্বিত। ছেলেদের পারফরম্যান্সে আমি খুব আনন্দিত, তাদের অভিযানের জন্য গর্বিত।'