মেসিকে দেখা নিয়ে বিশৃঙ্খলা: আয়োজক আটক, মমতার ক্ষমা প্রার্থনা

By স্পোর্টস ডেস্ক
13 December 2025, 11:52 AM
UPDATED 13 December 2025, 18:17 PM

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় 'প্রধান আয়োজক'কে আটক করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিনিয়র পুলিশ কর্মকর্তা জাভেদ শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অব্যবস্থাপনায় 'বিব্রত' ও 'মর্মাহত'। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, 'লিওনেল মেসিসহ সকল ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।' মমতা এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

'দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫' শিরোনামে তিন দিনের একটি সফরে শনিবার ভোরে পশ্চিমবঙ্গের মাটিতে অবতরণ করেন আর্জেন্টাইন মহাতারকা। এতে উৎসবের শহরে রূপ নেয় কলকাতা, সমর্থকদের ভালোবাসা ও উন্মাদনায় সিক্ত হন মেসি। তবে শেষমেশ গোটা চিত্র পরিণত হয় বিশৃঙ্খলা ও উত্তেজনায়।

messi salt lake
ছবি: এএফপি

কয়েক ঘণ্টা পর হাজার হাজার ভক্ত মেসির নাম লেখা জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা দুলিয়ে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে উপস্থিত হন। কিন্তু ৭০-৮০ জন মানুষ মেসির চারদিকে ঘিরে থাকায় গ্যালারিতে উপস্থিত ভক্তরা তাকে এক ঝলকও দেখতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা শুরু করেন বোতল ও চেয়ার ছোঁড়া, ভাঙচুর করেন স্টেডিয়ামের বিভিন্ন সম্পদ।

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে মেসিকে ঘিরে ভিড় কমাতে অনুরোধ করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এমন বিশৃঙ্খলতার শুরুর দিকেই অবশ্য মাঠ ছেড়ে যান ৩৮ বছর বয়সী এই ফুটবলার। তিনি চলে যাওয়ার পর আরও ক্রুদ্ধ হয়ে গ্যালারির বেষ্টনী টপকে মাঠেও ঢুকেও পড়েন হাজার দুয়েক দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত নামানো হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)।

messi_and_salt_lake_2.jpg
ছবি: এএফপি

কলকাতায় পা রাখার পর শহরটিতে নির্মিত ২১ মিটার (৭০ ফুট) উচ্চতার নিজের একটি ভাস্কর্য মেসি উন্মোচন করেন ভার্চুয়ালি। এরপর তিনি সল্ট লেক স্টেডিয়ামে ঢোকার পরপরই রাজনৈতিক নেতা, সাবেক ফুটবলার, কোচ ও আয়োজক কমিটির সদস্যদের ভিড়ে কার্যত তাকে ঘিরে ফেলা হয়। ফলে গ্যালারিতে উপচে পড়া দর্শকদের বড় অংশই তাদের প্রিয় আইডলকে ভালো করে দেখার সুযোগ পাননি।

স্টেডিয়ামে স্বল্প সময়ের অবস্থানে মেসি ছিলেন হাস্যোজ্জ্বল। করতালির গর্জনের মধ্যে তিনি দর্শকদের দিকে হাত নেড়ে প্রতিক্রিয়া জানান এবং মোহনবাগান 'মেসি' অল স্টার্স ও ডায়মন্ড হারবার 'মেসি' অল স্টার্সের প্রীতি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া সাবেক ভারতীয় ফুটবলারদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করেন।

messi_and_salt_lake.jpg
ছবি: এএফপি

পূর্বনির্ধারিত সূচি অনুসারে, গ্যালারির চারপাশে ঘুরে 'ল্যাপ অব অনার' নেওয়ার কথা ছিল মেসির। তবে সেসময় কর্তৃপক্ষ বারবার পথ পরিষ্কার করার চেষ্টা করলেও ভিড় সামলানো যায়নি। এক পর্যায়ে উত্তেজনা চরমে ওঠে এবং গ্যালারির একাংশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরএএফ মোতায়েন করা হয়।

এই বিশৃঙ্খলার জেরে সূচিতে থাকা একাধিক কর্মসূচি অসম্পূর্ণ থেকে যায়। কলকাতা থেকে এদিনই মেসির হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি দিয়ে শেষ হবে এই ট্যুর। মেসির সঙ্গে আছেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল।