আমোরিকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড

By স্পোর্টস ডেস্ক
5 January 2026, 10:18 AM
UPDATED 5 January 2026, 17:48 PM

শঙ্কা ছিল অনেক দিন ধরে। শেষ পর্যন্ত তা সত্যি হলো। ১৪ মাস দায়িত্বে থাকার পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হলেন রুবেন আমোরি।

আজ সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওল্ড ট্র‍্যাফোর্ডের দলটি। সেখানে লেখা হয়েছে, 'ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে রুবেন আমোরি বিদায় নিয়েছেন।'

এই পর্তুগিজ কোচের অধীনে রেড ডেভিলদের শেষ ম্যাচটি ছিল গতকাল রবিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে, যা ১-১ গোলে ড্র হয়। ফলে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ শেষে তারা পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। তাদের অর্জন ৩১ পয়েন্ট।

ক্লাবটির প্রাক্তন মিডফিল্ডার ও বর্তমানে অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে ক্লাবটি। আগামী বুধবার রাতে বার্নলির বিপক্ষে ম্যাচটি হবে তার অধীনে ইউনাইটেডের প্রথম খেলা। তবে স্থায়ী কোচ নিয়োগের জন্য সম্ভবত আগামী গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে দলটিকে।

আমোরি ২০২৪ সালের নভেম্বরে কোচ নিযুক্ত হয়েছিলেন। তার অধীনে গত বছরের মে মাসে বিলবাওতে অনুষ্ঠিত উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল ইউনাইটেড। তবে তারা টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে রানার্সআপ হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে থাকায় ক্লাবের কর্তৃপক্ষ অনিচ্ছাসত্ত্বেও এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, পরিবর্তনের জন্য এটাই সঠিক সময়। এটি দলকে প্রিমিয়ার লিগে সম্ভাব্য সর্বোচ্চ অবস্থানে থেকে মৌসুম শেষ করার সেরা সুযোগ করে দেবে।'

'রুবেনের অবদানের জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করছে,' যোগ করা হয়েছে।

আজ সকালে ইউনাইটেডের দুই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জেসন উইলকক্স ও ওমর বেরাদার সাথে দেখা করেন আমোরি। তারা জানান যে, তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আমোরি ইতোমধ্যে শিষ্যদের বিদায় জানিয়েছেন এবং ইউনাইটেডের অনুশীলন মাঠ ত্যাগ করেছেন।

লিডসের বিপক্ষে গতকালের ম্যাচশেষে আমোরির নাটকীয় সংবাদ সম্মেলনের পর বরখাস্তের এই ঘটনা ঘটেছে। সেখানে তিনি চাঞ্চল্যকরভাবে দাবি করেন, ইউনাইটেডের প্রধান কোচ নয়, বরং ম্যানেজার হতে যোগ দিয়েছিলেন।