ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের

By স্পোর্টস ডেস্ক
12 November 2025, 15:12 PM

ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার রিয়াদে অনুষ্ঠিত মিক্সড টেবিল টেনিস ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের প্যাডলার জাভেদ আহমেদ ও খই খই মারমা।

কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের জুটির বিপক্ষে দারুণ জয় পান এই বাংলাদেশি জুটি। ৩-০ গেমে (১৪-১২, ১১-৫ ও ১১-৮) সরাসরি জিতে বৃহস্পতিবারের সেমিফাইনালে জায়গা করে নেন তারা। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ বাহরাইন। বাহরাইনকে হারাতে পারলে, একই দিনে ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার বিজয়ীর সঙ্গে।

এর আগে ওজন উত্তোলনে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট উত্তোলন এই তিন বিভাগেই ব্রোঞ্জ পদক অর্জন করেন মারজিয়া আক্তার ইকরা।

এদিকে টেবিল টেনিসে এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাভেদ আহমেদ ও খই খই মারমাকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।