টেবিল টেনিসে ফাইনালে বাংলাদেশ, নিশ্চিত রৌপ্য পদক

By স্পোর্টস ডেস্ক
13 November 2025, 10:18 AM

৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিস মিশ্র দ্বৈতে দুর্দান্ত জয় পেয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে আজ তারা বাহরাইনকে ৩-১ গেমে পরাজিত করে নিশ্চিত করেছে অন্তত রৌপ্য পদক।

বাংলাদেশি জুটি জাভেদ আহমেদ ও খই খই সাই মারমা শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন। বাহরাইনের রাশেদ ও কেন্ডা মোহাম্মদের বিপক্ষে প্রথম গেমটি ১৩-১১ ব্যবধানে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় গেমে ১১-৭ পয়েন্টে জয় তুলে ম্যাচে সমতা ফেরায় বাহরাইন।

তৃতীয় গেমে তীব্র লড়াইয়ের পর ১২-১০ ব্যবধানে জয় পেয়ে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এরপর চতুর্থ গেমে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে ১১-৩ পয়েন্টে জিতে নেয় ম্যাচ, নিশ্চিত হয় ফাইনালের টিকিট।

এই জয়ে বাংলাদেশ অন্তত একটি রৌপ্য পদক নিশ্চিত করেছে। শিরোপার জন্য আজই তারা মুখোমুখি হবে স্বাগতিক তুরস্কের বিপক্ষে।

এর আগে গেমসে দেশের প্রথম সাফল্য এনে দেন ভারোত্তোলক মারজিকা আক্তার ইকরা। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট ওজন -এই তিন ইভেন্টে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের পদকের খাতা খুলেছিলেন তিনি।