মেয়ার্সের ঝড়ো ফিফটির পর মাহমুদউল্লাহর ফিনিশিং

By ক্রীড়া প্রতিবেদক
5 January 2026, 15:45 PM
UPDATED 5 January 2026, 22:05 PM

বড় রান তাড়ায় শুরুর ধাক্কা একদম টের পেতে দিলেন না কাইল মেয়ার্স। এই ক্যারিবীয় ব্যাটারের ঝড়ে শক্ত ভিত পাওয়া রংপুর রাইডার্স মাঝে কিছুটা পথ হারিয়েছিল। তবে অভিজ্ঞ হাতে দলকে আবার পথে ফিরিয়ে ফিনিশিংয়ের কাজ সারেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে অ্যাডাম রজিংটনের ফিফটিতে ১৬৯ রান করেছিল চট্টগ্রাম। জবাবে মেয়ার্সের ২৫ বলে ৫০ এবং মাহমুদউল্লাহর ১৯ বলে অপরাজিত ৩০ রানের ইনিংসে ভর করে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রংপুর। ৫ ম্যাচে এটি রংপুরের চতুর্থ জয়।

রান তাড়ায় শুরুতেই বিদায় নেন লিটন দাস (৮ বলে ১০)। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়া লিটন রিভিউ নিলে হয়তো বেঁচে যেতেন, কারণ বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। লিটনকে হারানোর ধাক্কা মেয়ার্স বুঝতেই দেননি। দাভিদ মালানকে একপাশে রেখে ঝড় তোলেন তিনি। মাত্র ২৫ বলে ফিফটি করে মেয়ার্স যখন ফিরছেন, রংপুরের সংগ্রহ তখন ৬১।

Mahmudullah

তাওহিদ হৃদয় (১৫ বলে ১৭) ব্যর্থ হলেও মালান ধীরস্থির ব্যাটিংয়ে ৩০ রান করে আউট হন। দ্রুত কিছু উইকেট হারিয়ে রংপুর কিছুটা চাপে পড়লেও তা তুড়ি মেরে উড়িয়ে দেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। দুজনের জুটিতে মাত্র ২২ বলে আসে ৪৭ রান। খুশদিল ১২ বলে ২২ করে যখন ফিরছেন, জয়ের জন্য বাকি ছিল মাত্র ৬ রান। নুরুল হাসান সোহানকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন মাহমুদউল্লাহ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় চট্টগ্রাম। মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম শেখ। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও (৭) সুবিধা করতে পারেননি। তবে অ্যাডাম রজিংটন ও হাসান নাওয়াজের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম। নেপাল প্রিমিয়ার লিগ মাতিয়ে আসা ইংলিশ ব্যাটার রজিংটন ৪১ বলে ৫৮ রান করে রাকিবুলের শিকার হন। আরেক থিতু ব্যাটার নাওয়াজকে (৩৮ বলে ৪৬) সাজঘরে ফেরান মোস্তাফিজ। শেষদিকে আমির জামালের ১০ বলে ১৯ রানের ক্যামিওতে ১৬৯ পর্যন্ত পৌঁছায় চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

চট্টগ্রাম রয়্যালস: ১৬৯/৫ (২০ ওভার) রজিংটন ৫৮, হাসান নাওয়াজ ৪৬; মোস্তাফিজুর রহমান ২/২৭, রাকিবুল ১/২৭।

রংপুর রাইডার্স: ১৭০/৫ (১৮.৫ ওভার) মেয়ার্স ৫০, মাহমুদউল্লাহ ৩০*, মালান ৩০; শরিফুল ২/৩১, শামীম ১/১৩।

ফল: রংপুর রাইডার্স ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: কাইল মেয়ার্স।