সিলেটের জয়ে ব্যাটে-বলে নায়ক মঈন আলি
স্লগ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে দলকে শক্ত পুঁজি পাইয়ে দেওয়ার পর অফ স্পিনে ভেল্কি দেখালেন মঈন আলি। শিশির ভেজা মাঠেও আদায় করে নিলেন দারুণ টার্ন। রান আটকে রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে ম্যাচের নায়ক তিনিই।
বৃহস্পতিবার রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স জিতেছে ২০ রানে। আগে ব্যাট করে সম্মিলিত প্রচেষ্টায় ১৮০ রানের সংগ্রহ গড়ে তারা। দলের পক্ষে আরিফুল ইসলাম ২৯ বলে সর্বোচ্চ ৩৮ এবং পারভেজ হোসেন ইমন করেন ২৪ বলে ৩২ রান। তবে শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইর ২৩ বলে ৩৩ ও মঈনের মাত্র ৮ বলে ২৮ রানের টর্নেডো ইনিংস সিলেটকে ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহে পৌঁছে দেয়।
জবাবে ঢাকা ক্যাপিটালসকে ১৬০ রানে আটকে রাখতে বল হাতেও দাপট দেখান মঈন। ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট নেন এই ইংলিশ অলরাউন্ডার। এছাড়া পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ২৫ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার হিসেবে ভূমিকা রাখেন।
এই জয়ের ফলে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল সিলেট। অন্যদিকে, ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ঢাকা।
এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যায় সিলেটের ইনিংসের ১৯তম ওভার। একপর্যায়ে সিলেটের সংগ্রহ ১৬০ রানের আশেপাশে আটকে থাকবে বলে মনে হচ্ছিল। কিন্তু মঈন আলির টর্নেডো ইনিংসে বদলে যায় দৃশ্যপট। ১৯তম ওভারে নাসির হোসেনের ওপর চড়াও হয়ে ২৮ রান আদায় করেন মঈন, অথচ নাসির তার আগের ৩ ওভারে দিয়েছিলেন মাত্র ৭ রান। শেষ ওভারে আরও ১৭ রান যোগ করলে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮০। আজমতুল্লাহ ওমরজাই ২৩ বলে ৩৩ ও মঈন মাত্র ৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
ঢাকার বোলারদের মধ্যে আফগান পেসার জিয়াউর রহমান শরিফি ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে ঢাকা উড়ন্ত সূচনা পায়। রহমানুল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুন উদ্বোধনী জুটিতে ৫৬ রান যোগ করেন। ১১ বলে ২৪ রান করে মামুন বিদায় নিলে ঢাকার ইনিংসে কিছুটা ধস নামে, ৬৭ রানেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন গুরবাজ। তবে গুরবাজ ৪৪ বলে ৫১ রান করে আউট হওয়ার পর ঢাকা প্রয়োজনীয় রান রেট বজায় রাখতে হিমশিম খায় এবং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
শেষ দিকে সাব্বির রহমান ১৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি তুলতে পারেনি ঢাকা। সিলেটের হয়ে বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেন পাকিস্তানি পেসার সালমান ইরশাদ। মঈন আলি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ২ উইকেট।