রংপুরে ৩ মাসে ১৩ জনকে হত্যা ও ৩৭ ধর্ষণ মামলা

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
15 December 2025, 05:07 AM

রংপুরে গত তিন মাসে ১৩টি হত্যাকাণ্ড এবং অন্তত ৩৭টি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এই সময়ে রংপুর মহানগর ও বিভিন্ন উপজেলায় মোট ৮৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল।

তিনি জানান, অপরাধের বড় একটি অংশ সংঘটিত হয়েছে মহানগরের বাইরে, বিশেষ করে উপজেলা ও গ্রামাঞ্চলে। এটি প্রশাসনের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ছয়টি খুনের ঘটনা ঘটে। ওই মাসে ৩৫টি চুরি, ৪টি অপহরণ এবং ৯টি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। এ ছাড়া নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন নারী। সব মিলিয়ে ওই মাসে মোট ৩০৪টি অপরাধের ঘটনা ঘটে।

অক্টোবর মাসে জেলায় পাঁচজন খুন হন। এ সময় ৩২টি চুরি, ৩টি সিঁধেল চুরি ও ৩টি অপহরণের ঘটনা ঘটে। নারী ও শিশু নির্যাতনের শিকার হন ৪১ জন। ওই মাসে রেকর্ড করা ২১টি ধর্ষণ মামলার মধ্যে ২০টিই ঘটেছে মহানগরের বাইরে বিভিন্ন উপজেলায়। এ ছাড়া একটি ডাকাতির ঘটনাও ঘটে। সব মিলিয়ে অক্টোবরে মোট ৩১৩টি অপরাধ সংঘটিত হয়।

নভেম্বর মাসে খুনের সংখ্যা কমে দুটিতে দাঁড়ায়। তবে ওই মাসে ২০টি চুরি, ২টিতে সিঁধেল চুরি ও ৩টি অপহরণের ঘটনা ঘটে। নারী ও শিশু নির্যাতনের শিকার হন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনাই ঘটেছে মহানগরের বাইরে। ধর্ষণের মামলা হয়েছে সাতটি। নভেম্বরে মোট অপরাধের সংখ্যা ছিল ২৮২।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মারুফাত হোসেন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।