ক্রেসপোকে ছাড়িয়ে আর্জেন্টিনার চতুর্থ সর্বোচ্চ গোলদাতা লাউতারো, সামনে মেসিসহ যারা
অ্যাঙ্গোলার বিপক্ষে গোল করে নতুন একটি মাইলফলক গড়লেন লাউতারো মার্তিনেজ। হার্নান ক্রেসপোকে ছাড়িয়ে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।
গত শুক্রবার রাতে লুয়ান্ডায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধের শেষদিকে মহাতারকা লিওনেল মেসির পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে জাল কাঁপান লাউতারো। জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচে ইন্টার মিলানের স্ট্রাইকারের এটি ৪১তম গোল।
এই প্রীতি ম্যাচ খেলে জয়ের হাসি নিয়ে ২০২৫ সাল শেষ করেছে কোচ লিওনেল স্কালোনির দল। অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ার্ধের শেষদিকে লাউতারোর কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে ২০১৬ সালে অভিষেক হয় লাউতারোর। আন্তর্জাতিক মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সমর্থকদের মন জিতে নিতে বেশি সময় লাগেনি তার।
২৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ২৮ ম্যাচে ১১ গোল। প্রীতি ম্যাচে তার গোলের সংখ্যা ২৪ ম্যাচে ১৪। কোপা আমেরিকায় তিনি ১০ গোল পেয়েছেন ১৬ ম্যাচে। ফিনালিসিমাতে গোল করেছেন ইতালির বিপক্ষে। তবে ফুটবলের সর্বোচ্চ আসরে তার ঝুলি এখনও শূন্য। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও ৬ ম্যাচ খেলে জাল খুঁজে পাননি তিনি।
| আর্জেন্টিনার ইতিহাসের শীর্ষ পাঁচ গোলদাতার তালিকা | |||
|---|---|---|---|
| নাম | ক্লাব | ম্যাচ | গোল |
| লিওনেল মেসি | ইন্টার মায়ামি | ১৯৬ | ১১৫ |
| গ্যাব্রিয়েল বাতিস্তুতা | অবসর | ৭৮ | ৫৫ |
| সার্জিও আগুয়েরো | অবসর | ১০১ | ৪১ |
| লাউতারো মার্তিনেজ | ইন্টার মিলান | ৭৫ | ৩৬ |
| হার্নান ক্রেসপো | অবসর | ৬৪ | ৩৫ |
| তথ্যসূত্র: ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট | |||
দলীয় সাফল্যে অবদান রাখার পাশাপাশি নিয়মিত গোল পাওয়ায় লাউতারোর ব্যক্তিগত অর্জনও সমৃদ্ধ হয়েছে। গত বছর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে ব্যবধান গড়ে দেওয়াসহ মোট ৫ গোল করে তিনি জেতেন গোল্ডেন বুট।
আর্জেন্টিনার পক্ষে শীর্ষ গোলদাতাদের তালিকায় লাউতারোর সামনে আছেন মাত্র তিনজন। তারা হলেন মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও সার্জিও আগুয়েরো। এদের মধ্যে আন্তর্জাতিক ফুটবল খেলে যাচ্ছেন কেবল রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি।
১৯৬ ম্যাচে ১১৫ গোল নিয়ে চূড়ায় অবস্থান করছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড মেসি। দুইয়ে থাকা 'বাতিগোল' খ্যাত বাতিস্তুতার নামের পাশে রয়েছে ৭৮ ম্যাচে ৫৫ গোল। আগুয়েরো তৃতীয় স্থানে আছেন ১০১ ম্যাচে ৪১ গোল নিয়ে।
পাঁচে নেমে যাওয়া সাবেক স্ট্রাইকার ক্রেসপো ৬৪ ম্যাচে করেছেন ৩৫ গোল। তাকে ইতোমধ্যে টপকে যাওয়া লাউতারো আশা করতেই পারেন ভবিষ্যতে বাতিস্তুতা ও আগুয়েরোকে পেছনে ফেলার।
শীর্ষে থাকা ৩৮ বছর বয়সী মেসি রয়েছেন বাকিদের প্রায় ধরাছোঁয়ার বাইরে। অবসরে যাওয়ার আগে আর্জেন্টিনার হয়ে গোলের সংখ্যা কত উঁচুতে তিনি নিয়ে যেতে পারেন সেটাই দেখার বিষয়।

